টাঙ্গাইলের মির্জাপুরে দুই কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা নামক স্থান থেকে কাভার্ডভ্যান দুটি আটক করা হয়।
Advertisement
অবৈধপথে ভারত থেকে আনা শাড়ি ভর্তি কাভার্ডভ্যানের দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার কলরোয়া উপজেলার দক্ষিণ দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক নাজমুল হোসেন (৩০), সাতক্ষীরা সদরের আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যান চালক আকতারুল ইসলাম (৩৫), সাতক্ষীরা সদরের এরফান আলী গাজির ছেলে হেলপার মশিউর (৪০) এবং সাতক্ষীরা সদরের দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, কাভার্ডভ্যান দুটি অবৈধপথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেলের নেতৃত্বে পুলিশ কাভার্ডভ্যান দুটি আটক করে।
এ সময় কাভার্ডভ্যানের দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করে। কাভার্ডভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে ঢাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
Advertisement
সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মির্জাপুর থানায় জব্দকৃত শাড়ির সিজার লিষ্টের কাজ চলছিল। তবে শাড়ির আনুমানিক মূল্য দুই কোটি টাকার বেশি হবে বলে পুলিশ ও ব্যবসায়ীরা জানিয়েছেন।
মির্জাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির সিজার লিষ্টের কাজ চলছে। সিজার লিষ্ট শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শাড়ির মূল্য মালিককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
এস এম এরশাদ/এমএএস/এমকেএইচ
Advertisement