ক্যাম্পাস

ঢাবি ভর্তি পরীক্ষা : জালিয়াতির চেষ্টাকালে আটক দুই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের আজকের (শুক্রবার) অনিষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মিল্টন। তিনি জগন্নাথ হলে থাকেন। অন্যজনের নাম হচ্ছে পাবেল। তিনি বহিরাগত।বৃহস্পতিবার রাতে ক্যাম্পাস এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টোর অধ্যাপক ড. আমজাদ আলী।জানা গেছে, বৃহস্পতিবার রাতে আটককৃতরা ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসবিষয়ক লেনদেনের চুক্তি করছিলেন। তা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে আটক করেন। এরপর তাদেরকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. আমজাদ আলী জাগো নিউজকে বলেন, ‘জালিয়াতির চেষ্টাকালে পাবেল এবং মিল্টনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’প্রসঙ্গত, আজ সকাল ১০টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন।এমএইচ/বিএ

Advertisement