টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় নাজমুল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
Advertisement
একই সঙ্গে রায়ে উল্লেখ করা হয়, ধর্ষণে জন্ম নেয়া কন্যাসন্তানের পিতৃপরিচয় দিতে হবে। বাবার পরিচয়ে বড় হবে ওই সন্তান। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটকে ওই সন্তানের ভরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত নাজমুল পলাতক। তিনি নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নাসিমুল আক্তার বলেন, ভূঞাপুরে ২০০৮ সালের ৬ ডিসেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার নিকরাইল ইউনিয়নের ৪ নম্বর এলাকার ওই নারীকে ধর্ষণ করেন নাজমুল।
Advertisement
পরে ওই নারী অন্তঃসত্ত্বা হন। এরই মধ্যে এক কন্যাসন্তান জন্ম নেয় তার। এ ঘটনায় ওই নারী টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ