জাতীয়

দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ২১ লাখ ছাড়াল

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ল্যাবরেটরিতে এ পর্যন্ত ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জনে।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ জন ও নারী তিনজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫৯৩ জনে।

Advertisement

এমইউ/এমএসএইচ/এমএস