অর্থনীতি

সূচক কমে লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। এর আগে গত সপ্তাহ থেকে টানা পাঁচ কার্যদিবস ধারাবাহিক দর পতনের পর সোমবার ও মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। কিন্তু তার একদির পর বুধবার ও বৃহম্পতিবার আবারও দরপতন হলো শেয়ারবাজারে। বৃহস্পতিবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে চার হাজার ৫০২ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৪ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭১১ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৯০ কোটি টাকা।ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩ পয়েন্টে সিএসই ৩০ সূচক ৬২ পয়েন্ট কমে ১২ হাজার ১৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৫১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকার।এসআই/এসএইচএস/আরআইপি

Advertisement