জাতীয়

করোনায় আক্রান্ত নবনিযুক্ত আইজি প্রিজন্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন যোগ দেয়া কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন।

Advertisement

গত বৃহস্পতিবার আইজি প্রিজন্স হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেন।

সোমবার (১২ অক্টোবর) তিনি সাংবাদিকদের নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই দুদিন অফিস করেছি। শরীরটা একটু খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করাই। সোমবার সকালে রিপোর্ট আসে করোনা পজেটিভ।

Advertisement

তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এআর/এফআর/এমএস