রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল বর্ষের ভর্তি প্রক্রিয়া অনলাইনে চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের ‘অনলাইন অ্যাডমিশন সিস্টেম’ পরিষেবার মাধ্যমে প্রক্রিয়াটি চালু করা হবে। অতিদ্রুতই এই সেবা চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান।
Advertisement
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম বলেন, এই পরিষেবাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি ফি প্রদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এখন অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত ব্যাংকে না গিয়ে রুমে বসেই প্রয়োজনীয় ফি অনলাইনে প্রদান করে শিক্ষার্থীরা সহজেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারবেন। এর আগে কেবলমাত্র প্রথম বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির সুযোগ পেত।
সভায় উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান এই উদ্যোগের প্রশংসা করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবাটি চালুর নির্দেশ দেন।
এ সময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মুস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, আইকিউএসি পরিচালক অধ্যাপক আবু বকর মো. ইসমাইল, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক ড. মো. আজিজুর রহমান, রুটার সহ-সভাপতি অধ্যাপক মো. সায়েদুজ্জামান, রুটার সাধারণ সম্পাদক প্রফেসর আশরাফুল ইসলাম খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানসহ আইসিটি সেন্টারে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
সালমান শাকিল/আরএআর/এমএস