বিনোদন

অসুস্থ মায়ের সেবা করতে আমেরিকা থেকে ছুটে এলেন শ্রাবন্তী

গুরুতর অসুস্থ দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। অনেক দিন ধরেই তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিসে আক্রান্ত। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সে খবর পেয়ে মায়ের পাশে থাকতে ছুটে এসেছেন ‘রং নাম্বার’খ্যাত শ্রাবন্তী।

Advertisement

মাকে দেখতে গত ৯ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশে পা রাখেন এই অভিনেত্রী। এসেই ছুটে যান বগুড়ায় গ্রামের বাড়িতে। তার মা সেখানেই থাকেন।

আজ সোমবার (১২ অক্টোবর) সকালে শ্রাবন্তী জাগো নিউজকে বলেন, ‘মা অনেক আগে থেকেই ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। এখন শরীরটা অনেক খারাপ। মায়ের অসুখ। শুনে দূরে থাকা যায় না। ছুটে আসতে হলো। মায়ের পাশে আছি, তার সেবা করতে পারছি খুব ভালো লাগছে।’

তিনি জানান, গতকাল সকালে বগুড়ার ডায়াবেটিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার মাকে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন।

Advertisement

সবার কাছে ৬৮ বছর বয়সী মায়ের জন্য দোয়া চেয়ে শ্রাবন্তী বলেন, ‘মায়ের জন্য দোয়া চাই সবার কাছে। আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেন।’

প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসেবে একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিলেন ইপশিতা শবনম শ্রাবন্তী। মোহনীয় হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শক হৃদয়। আলাদা করে আলোচনায় এসেছিলেন ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটক দিয়ে।

এছাড়া ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন এ অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে সব রকম আলোচনার বাইরে রয়েছেন। বর্তমানে তিনি দুই কন্যা নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। প্রয়োজনে দেশে আসেন। ফিরে যান কাজ শেষ করে।

Advertisement

এলএ/জেআইএম