ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপটের সঙ্গে জিতে ওয়ানডেতে র্যাংকিংয়ের সাতে অবস্থান করছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিজেদের সাত নম্বর র্যাংকিং ধরে রাখার।আসন্ন ওয়ানডে সিরিজ বাংলাদেশ যদি প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তবেই কেবলমাত্র এক র্যাংকিং পয়েন্ট পাবে টাইগাররা। কিন্তু উল্টো পরিস্থিতি হলে সর্বোচ্চ ৮ রেটিং হারাতে পারে মাশরাফি বিন মর্তুজারা। সেক্ষেত্রে পাকিস্তানকে জায়গা করে দিয়ে র্যাংকিংয়ে আট নম্বরে নেমে যেতে হবে বাংলাদেশ।সিরিজে কী হলে কী হবে:দু’দলের বর্তমান অবস্থান- বাংলাদেশ (৯৬), জিম্বাবুয়ে (৪৬)
Advertisement
#বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে জেতে: বাংলাদেশ ৯৭, জিম্বাবুয়ে ৪৬
#বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে জেতে: বাংলাদেশ ৯৪, জিম্বাবুয়ে ৪৮
#সিরিজ যদি ১-১ ব্যবধানে ড্র হয়: বাংলাদেশ ৯৩, জিম্বাবুয়ে ৪৮
Advertisement
#জিম্বাবুয়ে যদি ৩-০ ব্যবধানে জেতে: বাংলাদেশ ৮৮, জিম্বাবুয়ে ৫২
#বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে জেতে: বাংলাদেশ ৯১, জিম্বাবুয়ে ৫০এমআর/আরআইপি