খেলাধুলা

ইতিহাস গড়েই ফরাসি ওপেন চ্যাম্পিয়ন স্বিয়াতেক

বয়স আর কত হবে! মাত্র ১৯ বছর। অথচ এই বয়সেই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে গেলেন পোল্যান্ডের ইগা স্বিয়াতেক। প্যারিসে অনুষ্ঠিত ফরাসি ওপেনের ফাইনালে হারালেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই, মার্কিন তারকা সোফিয়া কেনিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন এই তরুণি।

Advertisement

শুধু গ্র্যান্ড স্ল্যাম জেতাই নয়, একইসঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন তিনি। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে সিঙ্গেলসে গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি ১৯৯২ সালের পর কনিষ্ঠতম নারী টেনিস খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন জয়েরও নজির গড়লেন স্বিয়াতেক। বলতে গেলে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিলেন তিনি। খেলার ফল স্বিয়াতেকের পক্ষে ৬-৪, ৬-১।

মাত্র এক ঘন্টা ২৪ মিনিটের লড়াইয়েই কেনিনকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের জয়ের স্বাদ পেলেন স্বিয়াতেক। পোল্যান্ডের হয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী হওয়ার পাশাপাশি দ্বিতীয় অবাছাই প্রতিযোগী হিসেবে এই শিরোপা জিতলেন তিনি।

এর আগে অবাছাই প্রতিযোগী হিসেবে ২০১৭ রোলাঁ-গারোঁয় শিরোপা জিতেছিলেন জেলেনা ওস্তাপেঙ্কো। এখানেই শেষ নয় ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর কোনো সেট না খুইয়ে লাল মাটির কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ১৯ বছরের এই তারকা।

Advertisement

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী কেনিনের বিরুদ্ধে এত সহজ জয় মোটেও প্রত্যাশা করেননি প্রথম গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে নামা স্বিয়াতেক। অর্থাৎ, সেদিক থেকে দেখতে গেলে কেবল ফরাসি ওপেন নয়, গ্র্যান্ড স্ল্যাম পেল নতুন জয়ীকেও। পাশাপাশি চতুর্থ কনিষ্ঠ সদস্য হিসেবে রোলাঁ গারোঁয় নারীদের সিঙ্গেলস জিতলেন স্বিয়াতেক। ২০০৮ সালে মারিয়া শারাপোভা এবং আনা ইভানোভিচের পর এই প্রথম অনুর্ধ্ব-২১ ফাইনাল দেখল কোনও গ্র্যান্ড স্ল্যাম। প্রথম সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে শুরুটা দারুণ করেন স্বিয়াতেক; কিন্তু এরপর দারুণভাবে প্রথম সেটে সমতায় ফিরে আসেন কেনিন।

যদিও চতুর্থ বাছাই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আধিপত্য নিয়েই প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন পোলিশ প্রতিযোগী। মনে হয়েছিল দ্বিতীয় সেটে একটা মরণ-কামড় দেবেন কেনিন। কিন্তু দ্বিতীয় সেটের তৃতীয় গেমের পর একটা মেডিক্যাল টাইম-আউট নেন কেনিন।

কোর্টেই কেনিনের বাঁ-পায়ের চিকিৎসা চলে। এরপর আর ফর্মের ধারে-কাছে পাওয়া যায়নি মার্কিনীকে। একচেটিয়া দাপট দেখিয়ে ৬-১ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন স্বিয়াতেক। পুরো ম্যাচে ২৩টি আনফোর্সড এরর বিপদ ডেকে আনে কেনিনের জন্য। ফরাসি ওপেনে আধিপত্য বিস্তারের পর রোলাঁ গারোঁর নতুন রানি বলেন, ‘দু’বছর আগে আমি রোলাঁ গারোঁয় জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলাম আর আজ এখানে। আমার পরিবারও এখানে উপস্থিত রয়েছে। আমি আজ ভীষণ খুশি।’

ডব্লিউটিএ র্যাংকিংয়ে ৫৪ নম্বরে থাকা স্বিয়াতেকের এটি ছিল দ্বিতীয় ফরাসি ওপেন। গতবছর চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন জুনিয়র উইম্বলডন জয়ী এই টেনিস খেলোয়াড়; কিন্তু এবারে যেন তার অন্যরূপ।

Advertisement

টুর্নামেন্টের প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এদিনও ম্যাচে প্রতিপক্ষকে মাথা তুলেও দাঁড়াতে দেননি। প্রথম সেটে সোফিয়া কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে স্বিয়াতেকের সামনে একপ্রকার হার স্বীকার করে নেন।

আইএইচএস/পিআর