ক্যাম্পাস

জবিতে প্রথম ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন চত্বরে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৫’-এর পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র এ ইনডোর গেমস আয়োজন করে।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।  এসময় বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া ও বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর বক্তব্য রাখেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া কমিটির সদস্য ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক বিষ্ণু পদ ঘোষ এবং সার্বিক দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির সদস্য-সচিব ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর গৌতম কুমার দাস। প্রসঙ্গত, ২৯ অক্টোবর হতে শুরু হওয়া এই ইনডোর গেমস প্রতিযোগিতা ২ নভেম্বর পর্যন্ত চলে এবং তিনটি ইভেন্টে বত্রিশটি বিভাগের প্রায় দেড়শতাধিক ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  সুব্রত মণ্ডল/এসএইচএস/আরআইপি

Advertisement