ক্যাম্পাস

বিইউপির সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসস্থ বিজয় অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীমসহ সকল ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।বক্তারা বলেন, একজন পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে হতে হবে সকল দিক থেকে জ্ঞানী। এ জ্ঞান অর্জনে আনুষ্ঠানিক শিক্ষাক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক, অভিনয়, নৃত্য ও আবৃত্তির মতো সহপাঠ্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞানের সকল শাখায় বিচরণ প্রয়োজন। এ জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রসঙ্গত, ২০১৫ সালে ক্রীড়া প্রতিযোগিতার জন্য টেবিল টেনিস, দাবা ও কেরাম এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্পবলা ও অভিনয়সহ মোট ৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এনএম/এসকেডি

Advertisement