করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে এর মধ্যেই সেখানে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
Advertisement
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরও অনেক পরে ব্রাজিলে হানা দেয় করোনা। এখন পর্যন্ত দুই শতাধিক দেশে করোনা ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।
অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। আর সংক্রমণে যুক্তরাষ্ট্র এবং ভারতের পরই রয়েছে ব্রাজিল। চলতি সপ্তাহেই ব্রাজিলে করোনা সংক্রমণ অর্ধকোটি ছাড়িয়ে গেছে।
প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে গুরুত্ব দেয়নি ব্রাজিল সরকার। দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারায় বেশ সমালোচিত হয়েছেন।
Advertisement
তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবুও করোনাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে কঠোর লকডাউন এবং কড়াকড়ি আরোপের বিরোধী ছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো।
দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। অপরদিকে, করোনার কারণে দেশটির সাও পাওলো রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৮২ হাজার ৬৩৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫০ হাজার ১৯৮ জন।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৩৬।
Advertisement
ওই পরিসংখ্যান অনুযায়ী, সুস্থ হয়ে উঠেছে ৪৪ লাখ ৫৩ হাজার ৭২২ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ৪ লাখ ৮৭ হাজার ৮৮২। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন।
টিটিএন/এমএস