লেখক, প্রকাশক, ব্লগারসহ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন আইনজীবীরা।বৃহস্পতিবার দুপুরে লেখক, প্রকাশক, ব্লগারসহ সকল হত্যার প্রতিবাদে ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনের চত্ত্বরে এ দাবি জানান তারা। ‘সকল হত্যার বিচার চাই, আইনের শাসন দেখতে চাই’ এ স্লোগান নিয়ে আইনজীবী সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, কোনো হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগেই সে বিষয়ে মন্তব্য করা বা কাউকে দোষারোপ করা উচিত নয়। এতে প্রকৃত দোষীরা আড়ালে থেকে যেতে পারে। আইনজীবীরা বলেন, ‘প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে। দেশে লেখক, প্রকাশকসহ ব্লগার হত্যা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’তারা আরো বলেন, ‘কোনো হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগেই সে বিষয়ে মন্তব্য করা বা কাউকে দোষারোপ করা উচিত নয়। এতে প্রকৃত দোষী আড়ালে থেকে যেতে পারে।’অ্যাডভোকেট জেড. আই. খান পান্নার নেতৃত্বে মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জাহিদ আহমেদ হিরো, দেবজিত দেবনাথ অরণ্য, এস. এম. বাশার, আসমা খাতুন, আইনুন নাহার প্রমুখ।এফএইচ/এসকেডি/আরআইপি
Advertisement