সাতক্ষীরা শহরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সময় অহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার বিকেলে শহরের উত্তর পলাশপোলে এ ঘটনা ঘটে।
Advertisement
গ্রেফতার অহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার রেন্নাবাড়ীর শেখ দাউদ আলীর ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে উত্তর পলাশপোলে প্রতিবন্ধী ওই কিশোরীর বাড়ির পাশে ভাড়া থাকেন। পেশায় তিনি থ্রি হুইলার চালক।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অহিদুল ইসলামকে হাতে নাতে আটক করে সাতক্ষীরা সদর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে আটক করে।
তিনি বলেন, ওই কিশোরীর মা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেফতার অহিদুলকে আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
আকরামুল ইসলাম/এফএ/এমএস