স্থানীয় সরকার ও ইউপি নির্বাচন নির্দলীয় করা, দুর্নীতি দমনে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং চলমান নদী ভাঙন রোধে নদী-শাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
Advertisement
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় সরকার ও ইউপি নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচন করা যাবে না। দলীয় প্রতীকে নির্বাচনের কারণে আমরা ভূমিহীন কৃষক শ্রমিক মেহনতী মানুষ রাষ্ট্রীয় মৌলিক অধিকার হতে বঞ্চিত।
চলমান দুর্নীতির চিত্র তুলে ধরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি দমন ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সব দুর্নীতির মামলা নিষ্পত্তি করতে হবে। বিশেষ করে মহামারি করোনার সময় প্রধানমন্ত্রীর অনুদান পরিবার প্রতি ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা করে মোবাইলে বিলির সময়কার দুর্নীতি মানবিকতাকেও হার মানিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন, কাফনের কাপড় দিলে দা দিয়েও দুর্নীতিবাজরা পাঞ্জাবী তৈরি করবে। আজ তার এ কথার বাস্তব চিত্র উঠে আসছে। ক্যাসিনো থেকে শুরু করে এ পর্যন্ত যত দুর্নীতির মামলা হয়েছে তা অনতিবিলম্বে ‘স্পেশাল দুর্নীতি দমন ট্রাইব্যুনাল’ গঠন করে নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করে শাস্তির বিধান করতে হবে।’
চলমান নদী ভাঙন রোধে নদী শাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোসাম্মৎ মল্লিকা বেগম বলেন, ‘বাংলাদেশ নদী ভাঙন একটি অন্যতম প্রধান সমস্যা। নদী ভাঙনে দিন দিন বাড়ছে ভূমিহীনদের সংখ্যা। নদ-নদীর পানি ঘনঘন হ্রাস-বৃদ্ধিতে দেশের বন্যা কবলিত বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। তাই দ্রুত নদ-নদীর শাসন এখন সময়ের দাবি।’
Advertisement
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ফজলুর রহমান, মান্নান মাহমুদ, ডা. নাসির উদ্দিন সহ প্রমুখ।
এইচএস/এএইচ/পিআর