আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৫

পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ খাইবারে এক সেনা অভিযানে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। খাইবারের তিরাহ উপত্যকায় বুধবার খাইবার-১ নামের এই সেনা অভিযানে আহত হয়েছে আরও আট জন।নিহতদের ‘সন্দেহভাজন জঙ্গি’ বলে অভিহিত করেছে পাকিস্তানী সেনাবাহিনী। এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত জিহাদী গ্রুপ লস্কর-ই-ইসলামের চার গোপন আস্তানাও গুড়িয়ে দিয়েছে বলে সেনাবাহিনীর দাবি। তবে সংবাদ সংগ্রহে সীমাবদ্ধতা থাকায় এ ধরনের খবরের সত্যতা যাচাই করা প্রায়ই সম্ভব হয় না বলে জানিয়েছে ডন।খাইবারকে জিহাদী ও বিদ্রোহীমুক্ত করতে অক্টোবরে খাইবার-১ অভিযান শুরু হয়। এই অভিযানের আওতায় খাইবারের তিরাহ ও বারা এলাকায় জিহাদী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় সেনাবাহিনী।একই ধরনের উদ্দেশ্য নিয়ে উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালায় পাকিস্তানী সেনাবাহিনী। চলতি বছরের জুন থেকে চলমান ওই সেনা অভিযানের নাম জার্ব-ই-আজব।

Advertisement