জাতীয়

রাজশাহী বরিশাল ও সিলেট বিভাগে মৃত্যু নেই

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ নয়জন এবং নারী আটজন। হাসপাতালে মারা যান সবাই। এনিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৪৭৭ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হলেও রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের কেউ মারা যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনাতে দুজন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা যান।

Advertisement

উল্লেখ্য, দেশে গত ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১১ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১১ হাজার ২৫৬টি নমুনা।

নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৫ হাজার ৮৭০ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি।

এমইউ/এমএআর/পিআর

Advertisement