রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী নুরুল ইসলামের কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ না পাওয়ায় এক ঠিকাদার এই কাজ করেছে বলে জানা গেছে।
Advertisement
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। এদিন রাতেই লিখিত অভিযোগের মাধ্যমে মতিঝিল থানায় বিষয়টি লিখিতভাবে অবগত করেন প্রকল্প পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম। পরে মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান বলেন, নুরুল ইসলাম অভিযোগ করেছেন, একজন ঠিকাদার দলবল নিয়ে তার কক্ষে ঢুকে ভাঙচুর করেছে। ঘটনা নিয়ে আমরা কাজ করছি।
এ ঘটনায় মঞ্জুর হোসেন নামে এক ঠিকাদারকে অভিযুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগে প্রকৌশলী নুরুল ইসলাম জানান, একটি ই-টেন্ডার বাদ দেয়ার অবৈধ প্রস্তাবে সাড়া না দেয়ায় এসব কর্মকাণ্ড চালিয়েছেন ঠিকাদার মঞ্জুর হোসেন।
Advertisement
অভিযোগে তিনি আরও লিখেছেন, ঝিলমিল প্রকল্পের রাস্তা তৈরির জন্য ই-জিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। ওপেন টেন্ডারে সবাই আবেদন করবে এটাই স্বাভাবিক। এবারে ৫ কোটি, ৮ কোটি, ৯ কোটি ও ১১ কোটি টাকার একটি করে টেন্ডার আহ্বান করা হয়েছিল। সেই টেন্ডার জমা দেয়ার সময় শেষ। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এরই মধ্যে মঞ্জুর গত সপ্তাহে এসে বলেন, ‘৫ কোটি টাকার কাজটি আমাকে দেন, অথবা আমরা গ্রুপ করে কাজ নেব’। নানা অজুহাতে সময়ক্ষেপণ করে টেন্ডার বাতিল করার প্রস্তাবও দেন মঞ্জুর। এসবে এরাজি না হওয়ায় তিনি ১০ জন লোক নিয়ে এসে নুরুল ইসলামকে অপদস্ত ও কক্ষে ভাঙচুর চালায়।
এআর/এমএসএইচ/এমএস