আগামী ১২ ও ১৩ অক্টোবর দেশব্যাপী ট্রাক চালকদের ডাকা ধর্মঘটের সময় পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
Advertisement
সেই সঙ্গে, তুরাগ নদীর তীরে দারুস সালাম থানার হরিরামপুর মৌজায় নদীর জায়গা উদ্ধারে অভিযান চলমান রাখার নির্দেশ দিয়েছেন। এ আদেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালত বলেছেন, নদী রক্ষার রায়ে দেয়া নির্দেশনা অনুসারে উচ্ছেদ পরিচালনা চলছে। এর বিরুদ্ধে এ রকম ধর্মঘট ডাকা আইনের শাসনের ওপর আক্রমণ ও আদালতকে অপমান করা।
পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভূইয়া ও রিপন বাড়ৈ’র করা রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ গঠিত এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ চৌধুরী।
Advertisement
ঢাকার চারপাশে বহমান ৪ নদীর অবৈধ দখল বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে এইচআরপিবির করা রিট আবেদনে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের নির্দেশনার আলোকে উচ্ছেদ অভিযান চলছে। এরই অংশ হিসেবে তুরাগ নদীর তীরে দারুস সালাম থানার অধীন হরিরামপুর মৌজায় নদীর জায়গায় বালি ভরাট ও বর্জ্য ফেলে ভরাট করে ট্রাক স্ট্যান্ড তৈরি করে ট্রাক মালিকরা।
বিআইডব্লিউটিএ একাধিকবার তা উচ্ছেদও করে। উচ্ছেদের পর তা আবারও দখল হয়ে যায়। সর্বশেষ গত ২৬ আগস্ট অবৈধ দখল উচ্ছেদ করে মালামাল নিলামে তোলা হয়। এ উচ্ছেদের প্রতিবাদে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকরা আগামী ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ধর্মঘট আহ্বান করেছে। এই ধর্মঘট ডাকা চ্যালেঞ্জ করে রিট করা হয়।
এফএইচ/এমএসএইচ/এমএস
Advertisement