দিন কয়েক আগেই জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এদিকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল থেকেই শোনা যাচ্ছে গায়ক-অভিনেতা তাহসান খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর।
Advertisement
তবে এ ব্যাপারে এ তারকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যাচ্ছে।
তাহসানের ঘনিষ্ঠ এক সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে, করোনা পজিটিভ এসেছে তাহসানের। গেল ছয়দিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন তিনি। তিনদিন আগে করোনা টেস্ট করান। পরে সেখানে রিপোর্ট পজিটিভ আসে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তাহসান।
তার হঠাৎ করোনায় আক্রান্ত হওয়ার খবরে বেশ কজন নির্মাতার মাথায় হাত। সময়ের অন্যতম ব্যস্ত এ অভিনেতাকে নিয়ে অনেকেই নাটকের শিডিউল সাজিয়েছিলেন। সেগুলো এখন এলোমেলো।
Advertisement
এদিকে নাট্যনির্মাতা ইমরাউল রাফাত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন তাহসানের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি ভুয়া।
প্রসঙ্গত, গায়ক হিসেবেই শোবিজে যাত্রা তাহসান খানের। বেশকিছু গান দিয়ে লাখো শ্রোতার হৃদয় জয় করেছেন তিনি। এরপর তাকে দেখা যায় মডেল হিসেবে। তবে গেল কয়েক বছর ধরেই তিনি নাটক-টেলিছবির ব্যস্ত অভিনেতা। প্রশংসা পেয়েছেন চলচ্চিত্রে অভিনয় করেও।
এলএ/বিএ
Advertisement