আসন্ন প্রাণ আপ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সবগুলো ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর শুক্রবার থেকে সর্ব সাধারণের জন্য টিকিট বিক্রি শুরু হবে। ঢাকায় ইউসিবির প্রগতি সরণী বাড্ডা, মিরপুর রোড, শান্তিনগর, উত্তরা শাখায় টিকিট পাওয়া যাবে। এর মধ্যে মিরপুর শাখায় সরাসরি টিকিট কেনা যাবে। প্রগতি সরণী বাড্ডা, মিরপুর রোড, শান্তিনগর, উত্তরা শাখায় ইউক্যাশে কেনা টিকিট সংগ্রহ করা যাবে।শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই মাঠেই হবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম:গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকাভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকাশহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকাউত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকাপূর্ব স্ট্যান্ড: ১০০ টাকাআরটি/এমআর/পিআর
Advertisement