রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৮৫ জন।
Advertisement
এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৮ হাজার ৩১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ১০৯ পরীক্ষাগারে ১২ হাজার ৫৭২ নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬০৫ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৪১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৬৮৫ জন অর্থাৎ ৭৬ দশমিক ৯৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৩, চট্টগ্রামে ৩০৪, রংপুরে ৩৯, খুলনায় ১৫৫, বরিশালে ৩৭, রাজশাহীতে ১৪৮, সিলেটে ১০৪ ও ময়মনসিংহ বিভাগের ৩৫ জন রয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/এএইচ/জেআইএম