খেলাধুলা

ধোনির চেন্নাইকে ১৬৮ রানের লক্ষ্য দিল কলকাতা নাইট রাইডার্স

টস জিতে যে কারণে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দিনেশ কার্তিক, সে লক্ষ্য মোটেও পূরণ করতে পারলেন না কেকেআর ব্যাটসম্যানরা। একমাত্র রাহুল ত্রিপাতিই লড়াই করলেন চেন্নাই বোলারদের সামনে। তার ৫১ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংসের কারণেই মহেন্দ্র সিং ধোনির চেন্নাইর সামনে ১৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কেকেআর।

Advertisement

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিক। কারণ, এই মাঠের এই উইকেটেই আগেরদিন টস জিতে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স তুলেছিল ১৯৩ রান এবং শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল।

কিন্তু মুম্বাইর পদাঙ্ক অনুসরণ করতে পাররো না কেকেআর ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাতি এবং শুভমান গিল মিলে সূচনাটা ভালোই করেছিলেন। কিন্তু ৪.২ ওভারে ১২ বলে ১১ রান করে আউট হয়ে যান শুভমান গিল।

এরপর একে একে ব্যাটসম্যানরা আসলেন আর গেলেন। অন্যপ্রান্তে দাঁড়িয়ে তা দেখলেন শুধু রাহুল ত্রিপাতি। আজ সুনিল নারিনকে ইনিংস ওপেন করতে না পাঠিয়ে তাকে নামানো হলো চার নম্বরে। কিন্তু খুব বেশি কিছু করতে পারেননি তিনি। ৯ বলে খেলেন কেবল ১৭ রানের ইনিংস।

Advertisement

কলকাতার মূল ব্যাটিং শক্তি ইয়ন মরগ্যান মাঠে নামেন ৫ নম্বরে। ১০ বলে ৭ রান করে আউট হয়ে যান তিনি। আন্দ্রে রাসেল করেন ৪ বলে ২ রান। দিনেশ কার্তিক সাত নম্বরে ব্যাট করতে নেমে ১১ বলে করেন ১২ রান। এরই মধ্যে ৫১ বল মোকাবেলা ৮১ রান করে আউট হন রাহুল ত্রিপাতি।৮টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ৩টি।

প্যাট কামিন্স ৯ বল খেলে করেন ১৭ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৭ রান তুলে অলআউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের বোলার ডোয়াইন ব্র্যাভো ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩ উইকেট। স্যাম কুরান, শার্দুল ঠাকুর এবং করন শর্মা নেন ২টি করে উইকেট।

আইএইচএস/জেআইএম

Advertisement