বিজ্ঞাপন বিক্রি বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয় বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।সামাজিক যোগাযোগ মাধ্যম এ প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির নিট আয় ১১ শতাংশ (৮৯১ মিলিয়ন মার্কিন ডলার) বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৮০৬ মিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে ব্যবহারকারীর সংখ্যাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে ফেসবুক জানিয়েছে।ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ বলেছেন, নতুন উদ্ভাবনী ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। এর আগে ইনস্টাগ্রাম, ও হোয়াটসঅ্যাপের বিজ্ঞাপনের কর বৃদ্ধির পরিকল্পনা করেছিল ফেসবুক। পরে ফেসবুকের এরকম পরিকল্পনায় বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করে।বিশ্বের সবচেয়ে বৃহৎ এ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত মাসে অন্তত ৬০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ফলে বিশাল সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে বিজ্ঞাপনদাতারা ফেসবুককে বেছে নিচ্ছে। গত সপ্তাহে ফেসবুক একটি নতুন ফিচার এনেছে। এই ফিচারের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা স্বল্পমূল্যে ফেসবুকে বিজ্ঞাপনের ভিডিও দিতে পারবে।এসআইএস/পিআর
Advertisement