সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বয়স্ক ভাতার কার্ড পেলেন মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামের ৯৮ বছর বয়সী আমেনা খাতুন।
Advertisement
গতকাল মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তার বাড়িতে গিয়ে হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কাজী জয়নুর রহমান।
একই দিন তাকে নিয়ে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজে ৯৮ বছর বয়সেও জোটেনি ভাতার কার্ড শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে প্রশাসনের নজরে আসে সংবাদটি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কাজী জয়নুর রহমান বলেন, বিষয়টি অবগত হওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে আমেনা খাতুনের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেয়া হয়।
Advertisement
অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ইতোমধ্যে উপজেলার বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তথ্য যাচাই বাছাই চলছে। সেখানে অনেকে বাদ পড়ছেন। তবে নতুন তালিকাভুক্তির জন্য শিগগিরই সব এলাকায় উন্মুক্ত মাইকিং করা হবে। এক্ষেত্রে নতুন করে প্রকৃত অনেক বয়স্ক মানুষ ভাতার আওতায় আসবেন।
বয়স্ক ভাতার কার্ড পেয়ে ৯৮ বছর বয়সী বৃদ্ধা কেঁদে ফেলেন। তিনি মহান আল্লাহ’র দরবারে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করবেন বলেও কেঁদে কেঁদে বলতে থাকেন।
আরাফাত হোসেন/এমএএস/এমএস
Advertisement