আন্তর্জাতিক

পাকিস্তানে ভবন ধসে নিহত ১৮

পাকিস্তানের লাহোরে নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তুপের নিচে আরো শতাধিক লোক আটকা পড়েছেন। ভবনটির ভেতর থেকে ৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার ওই ভবনটি ধসে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর ডনের। স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ ওসমান বলেন, দুর্ঘটনার পর ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংস্তুপের নিচে থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের মোতায়েন করা হয়েছে। লাহোর শহর থেকে ৪৫ কিলোমিটার দূরের ওই ভবনটি একটি পলিথিন ব্যাগ তৈরির কারখান ছিল। এ ঘটনায় কয়েক শ কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।গত বছর একই এলাকায় একটি মসজিদ ভবন ধসে ২৪ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় আহত হয় আরো অন্তত দুই শতাধিক। এছাড়া ২০১২ সালে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে করাচিতে। সে সময় একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫৫ জন নিহত হয়।এসআইএস/পিআর

Advertisement