নেইমারের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বাতে বরিসভের বিপক্ষে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বেলারুশের বাতে বরিসভের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আক্রমণভাগে নেইমার-সুয়ারেজ জুটির নৈপুণ্যে মেসির অনুপস্থিতিটা যেন টেরই পাচ্ছে না বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ত্রিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে লিড এনে দেয় নেইমার। এর পাঁচ মিনিট পরই ব্যবধান প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। নেইমারের বাড়ানো বলে পা লাগিয়েছিলেন আদ্রিয়ানো। তবে বল লাগে বাইরের পোস্টে। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। নেইমার বাঁ দিক থেকে নিচু ক্রসে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের বুটের আগা দিয়ে টোকায় তা জালে পাঠিয়ে দেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড সুয়ারেস। ৬৭মিনিটে নেইমারের জোরাল শট কোনোমতে ঠেকিয়ে দেন চেরনিক। তবে ৮৩ মিনিটে আর ব্রাজিলের অধিনায়ককে ঠেকাতে পারেননি তিনি।বাকি সময় আর কোন গোল না হলে ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা।এমআর/পিআর
Advertisement