প্রবাস

লস এঞ্জেলেসে বিজয় বহরের শোভাযাত্রা ২০ ডিসেম্বর

আবারো আমেরিকান ও বাংলাদেশের পতাকায় শোভিত হয়ে বিজয় শোভাযাত্রা হতে যাচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রে। ডিসেম্বরের ২০ তারিখ (রোববার) এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে। বিজয় বহর অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে থাকবেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসিটি।অনুষ্ঠানটি হবে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় লস এঞ্জেলেসের স্যাটো রিক্রেয়শন সেন্টারে। ওইদিন দুপুর ২টা ৩০মিনিটে বাংলাদেশি-আমেরিকান পতাকায় শোভিত হয়ে সূচনা হবে অনুষ্ঠানের। গাড়ি শোভাযাত্রা স্যাটো সেন্টার থেকে শুরু হয়ে লিটল বালাদেশ সড়ক ধরে এগিয়ে যাবে মহানগরীর কয়েকটি বিশেষ এলাকায়। গাড়ি বহর ফিরে আসবে স্যাটোতে সাড়ে তিনটায়। বিকেল ৪টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকা থেকে যোগ দিবেন গায়ক আসিফ আলতাফ। বিজয় বহরের থিম সং তিনি গাইবেন। আর আমেরিকার অন্য শহর থেকে এসে যোগ দেবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া। আরো অংশ নেবেন লস এঞ্জেলেসের স্থানীয় শিল্পীবৃন্দ।অনুষ্ঠান উপলক্ষে বসবে বইয়ের দোকান। প্রদর্শিত হবে হস্তশিল্প ও অন্যান্য পসরায় সজ্জিত হবে স্যাটো রিক্রেয়েশন সেন্টারের আঙিনা। সেই সাথে খাবারের দোকান তো থাকছেই। এ বিজয় শোভাযাত্রা আয়োজনে এখন থেকে প্রস্তুতি চলছে পুরোদমে। বাংলাদেশি কমিউনিটি নেতারা ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন প্রোগ্রামের গুরুদায়িত্ব নিয়ে।বিজয় বহর অনুষ্ঠানের চ্যান্সেলর মনোনীত হয়েছেন ভাষাসৈনিক ড. সিরাজুল্লাহ, গ্র্যান্ডমার্শাল হিসেবে মনোনীত হয়েছেন ড. কালী প্রদীপ চৌধুরী। চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মুজিব সিদ্দিকী। এই আয়োজনের প্রেসিডেন্ট হিসেবে আছেন বাফলার সাবেক সভাপতি, কমিউনিটি লিডার শামসুদ্দীন মানিক। বিজয় মিছিলের আহ্বায়ক মনোনীত হয়েছেন তারেক বাবু। লস এঞ্জেলেসের অন্যতম কমিউনিটি নেতা ইসমাইল হোসেন থাকছেন ব্যবস্থাপনার দায়িত্বে। ইসমাইল হোসেন অন্যদের সহযোগিতায় ইতিমধ্যেই অনুষ্ঠানের সূচি তৈরি করে ফেলেছেন।লস এঞ্জেলেসের বাংলাদেশিদের শোভাযাত্রায় শরিক হবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানতে এবং অন্যান্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন: মুজিব সিদ্দিকী, মোবাইল- ২১৩-৮২১-৯৫১১ ও ইসমাইল হোসেন, মোবাইল-৯০৯-৪৬২-০৯৮৫।এআরএস/পিআর

Advertisement