আন্তর্জাতিক

সিরিয়ায় আবারও গাড়ি তৈরি করবে ইরান

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আবারও গাড়ি তৈরির কাজ শুরু করবে ইরান। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোম্পানি ‘ইরান খোদরো’। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ তোফাজ্জলি এ কথা জানিয়েছেন। খবর- রেডিও তেহরানের। সম্প্রতি সিরিয়ায় ১০০ গাড়ি রফতানি করেছে কোম্পানিটি। কিন্তু এখন পরিকল্পনা নিয়েছে রাজধানী দামেস্কের কাছে গাড়ি নির্মাণের কাজ শুরু করবে তারা। রাজধানী দামেস্ক ও আলেপ্পোর আশপাশ থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাড়িয়ে দেয়ার পর এ পরিকল্পনার কথা জানালো ইরান খোদরো।ইরান খোদরো ও সিরিয়ার সিয়ামকো কোম্পানির মধ্যে নতুন চুক্তির আওতায় ইরান সামান্দ সেদান ও সোরেন ইএলএক্স’র পরিবর্তে রুনা ও দিনা পরিবারভুক্ত গাড়ি তৈরি করবে। তোফাজ্জলি জানান, চলতি বছর শেষ হওয়ার আগে ইরান ৬০০ গাড়ি সিরিয়ায় এবং ৫০০ গাড়ি লেবাননে রফতানি করবে।আরএস/পিআর

Advertisement