জাতীয়

আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় মামলা

আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত নামা দুই মোটরসাইকেল আরোহী হামলকারীর বিরুদ্ধে বুধবার দিনগত রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেছেন থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেফতারে গতকাল (বুধবার) ঘটনার পর থেকে র‌্যাব-পুলিশের কয়েকটি দল কাজ করছে। শিগগিরই হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।তিনি আরও বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল রয়েছে। ডিউটি পরিবর্তনের সময় হামলাকারীরা শিল্প পুলিশের পাঁচ সদস্যের (কনষ্টেবল) উপর হামলা চালিয়েছিল। একজনের মৃত্যু এবং অপর জন গুরুতর আহত হলেও বাকী তিনজনের তেমন ক্ষতি হয়নি। এই তিনজনের কাছ থেকে হামলাকারীদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। যা হামলাকারীদের সনাক্ত করতে সহায়ক হবে।এদিকে কর্তব্যে অবহেলার কারণে আশুলিয়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমানকে গতকাল বুধবারই ক্লোজ করা হয়েছে। ঘটনাস্থলের ওই চেকপোস্টে পুলিশ সদস্যদের প্রধান ছিলেন তিনি।হামলায় হাসপাতালে চিকিৎসাধীন অপর পুলিশ সদস্য নুরে আলমের অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অপরারেশন বিভাগের ইনচার্জ ডা. নাসির হোসেন বলেন, বুক ও মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এ জন্য তাকে আরও অন্তত তিনদিন নিবিড় পরিচর্যা বিভাগে রাখা হবে। উল্লেখ্য, গতকাল বুধবার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি চেকপোস্টে শিল্প-পুলিশের পাঁচ সদস্যের উপর আতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মুকুল (২৩) নামের এক পুলিশ সদস্য নিহত ও নুরে আলম নামের আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হন।আল-মামুন/আরএস/পিআর

Advertisement