জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই রাজশাহী-ময়মনসিংহে

 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩০ করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২০ ও নারী ১০ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৩৭৫ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত মোট ২৩ জনের মধ্যে দেশের দুই বিভাগ-রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে চার, খুলনায় দুই, বরিশালে দুই, সিলেট এক ও রংপুর বিভাগে দুইজন রয়েছেন। উল্লেখ্য, দেশে গত ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

Advertisement

উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯ পরীক্ষাগারে ১২ হাজার ৩৯৮ নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৩৪৫ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৪৯৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭১ হাজার ৬৩১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৭৭৬।

এমইউ/এএইচ/এমএস