সাহিত্য

বরং আগুন হও

খান মুহাম্মদ রুমেল

Advertisement

কালো কালিতে ঢেকো না মুখচ্ছবিতারচেয়ে বরং প্রতিবাদী হও।ধিক্কার জানাও বিকৃত পৌরুষকেদানব রোখার প্রত্যয়েতুমি আগুন হও নারী।

তোমার গর্ভে জন্ম নিয়েআমি কেন পিশাচ হলাম!জবাবদিহি চাও।আমাকে তুমি পিষে মারোআমাকে দলে দিয়েআমার অসভ্যতা নিকেশ করেনিজের অধিকার বুঝে নাও।

তোমাকে কুর্নিশ করি।

Advertisement

এসইউ/এএ/জেআইএম