বিনোদন

খুন হয়ে রাস্তায় পড়ে ছিলেন অভিনেতা

খুন হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা থমাস জেফারসন বার্ড। গেল শনিবার আটলান্টায় এ অভিনেতাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আটলান্টা পুলিশ। মৃত্যুকালে জেফারসনের বয়স হয়েছিল ৭০ বছর।

Advertisement

পুলিশ জানায়, একজন আহত ব্যক্তি রাস্তায় পরে আছেন বলে ফোন আসে পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে অভিনেতা জেফারসন বলে নিশ্চিত হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এই অভিনেতাকে পেছন থেকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। কে বা কারা কেন জেফারসনকে খুন করলো সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি তারা।

ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে আটলান্টা পুলিশ আরও জানায়, ‘আমরা গিয়ে দেখলাম খুন হয়ে রাস্তায় পড়ে আছেন অভিনেতা থমাস জেফারসন বার্ড। বিষয়টি খুব বেদনার। ইতিমধ্যে তদন্তে নেমেছে আটলান্টার গোয়েন্দা বিভাগ। বিষয়টি বেশ রহস্যময় লাগছে।

Advertisement

প্রথমদিকে কিছু তথ্যের সঙ্গে পরে পাওয়া তথ্যের ভিন্নতা দেখা যাচ্ছে। আমরা আশা করছি দিন কয়েকের মধ্যেই কারণ খুঁজে পাওয়া যাবে কেন খুন হলেন জেফারসন। সেইসঙ্গে খুনিদেরও শনাক্ত করা যাবে।’

প্রসঙ্গত, টমাস জেফারসন বার্ড একজন আমেরিকান অভিনেতা। যিনি পরিচালক স্পাইক লির বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। ২০০৩ সালে তিনি সেরা অভিনেতা হিসাবে টনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ক্লোকারস’, ‘গেট অন দ্য বাস’, ‘বেমবোজেলড’, ‘চি-রাক’, ‘রেড হুক সামার’, ‘গার্ল সিক্স’, ‘দ্য সুইট ব্লাড অফ যিশু’, ‘সেট ইট অফ’ ইত্যাদি।

এলএ/এমকেএইচ

Advertisement