১৭৯৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক পদচ্যুত হন।১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।১৮৫৪ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ের জন্ম।১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম।১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী মার্কিন বংশাণুবিদ এডওয়ার্ড টাটুমের মৃত্যু।১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি চলচ্চিত্রকার জাক তাতির মৃত্যু।২০১১ খ্রিস্টাব্দের এই দিনে কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার মৃত্যু। এসইউ/এইচআর/পিআর
Advertisement