ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি ছোঁড়া ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া ও কাজে বাধা দেয়ায় কাজী নাহিদকে প্রধান করে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই-তিনজনের বিরুদ্ধে এসআই আবদুল আউয়াল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।এছাড়া মঙ্গলবার রাতে ৪৮ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ী স্বপনকে আসামি করে এসআই কানাই লাল বাদী হয়ে একটি মামলা এবং বুধবার দুপুরে ১৮ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে এসআই প্রেমধন মজুমদার বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।তিনি আরো জানান, একটি মামলার আসামি স্বপনকে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে। বাকি দুই মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর থেকে মাদকবাহী একটি প্রাইভেটকারকে ধাওয়া করলে দুর্বৃত্তরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।এ ঘটনায় গাড়িতে থাকা পুলিশের পাঁচ সদস্য আহত হন। পুলিশের উপর হামলার এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতেই মাদক ব্যবসায়ী স্বপনকে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।এরপর ঘাটুরা কাজী বাড়ি থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এসময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা পাওয়া যায়।আজিজুল আলম সঞ্চয়/বিএ
Advertisement