কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নুরুল আলম জিকু (৫২) করোনাভাইরাসে মারা গেছেন।
Advertisement
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী অধ্যাপক জিকুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অধ্যাপক নুরুল আলম জিকু চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুল পাড়ার বাসিন্দা মরহুম হাজি নজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছরা এলাকায় সপরিবারে বসবাস করছিলেন। ডুলাহাজারা কলেজে স্থায়ী শিক্ষকতার পাশাপাশি ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ, আলমাছিয়া ফাজিল মাদ্রাসাসহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি সাহিত্যের অতিথি শিক্ষক হিসেবে পড়াতেন তিনি।
নুরুল আলম জিকুর ছোট ভাই ডা. নুরুল হুদা জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তাকে জেলা সদর হাসপাতালে আইসোলেশনের ভর্তি করানো হয়। ৩০ সেপ্টেম্বর করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। এরপর তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
Advertisement
সোমবার (৫ অক্টোবর) বাদ জোহর মেদা কচ্ছপিয়া স্কুলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অধ্যাপক জিকুর নামাজে জানাজার পর তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সায়ীদ আলমগীর/এমএসএইচ