আন্তর্জাতিক

ট্রাম্পকে অক্সিজেন দেয়া হয়েছিল: গোপন তথ্য জানালেন চিকিৎসক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে একেকবার একেক ধরনের তথ্য দিচ্ছে মার্কিন কর্মকর্তারা এবং হোয়াইট হাউস। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন ডোনাল্ড ট্রাম্পকে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে বলে জানানোর কিছুক্ষণের মধ্যে উল্টো তথ্য দিয়েছেন প্রেসিডেন্টের চিকিৎসক সিন কনলি। তিনি বলেছেন, সোমবার সকালের দিকেই হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরতে পারেন প্রেসিডেন্ট।

Advertisement

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কনলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সোমবার সকালে ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টার থেকে হোয়াইট হাউসে পাঠানো হতে পারে। সেখানেই তিনি চিকিৎসা অব্যাহত রাখতে পারবেন। শুক্রবার মার্কিন এই প্রেসিডেন্টকে অক্সিজেন সাপ্লিমেন্ট দেয়া হয়েছিল এবং বর্তমানে তাকে করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কনলি।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নিচে এবং পরদিন ৯৩ শতাংশের নিচে নামে। পরে প্রেসিডেন্টকে অক্সিজেন সাপ্লিমেন্ট দেয়ার সুপারিশ করা হয়। কিন্তু তিনি প্রথমে রাজি না হলেও পরে অক্সিজেন দেয়া হয় বলে জানান কনলি।

তিনি বলেন, প্রেসিডেন্ট বেশ ভালোভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে কেন অক্সিজেন দেয়ার তথ্য গোপন রাখা হয়েছিল; এমন প্রশ্নের জবাবে চিকিৎসক কনলি বলেন, আমি পুরো দলের উৎসাহী মনোভাবের প্রতিফলন প্রকাশ করার চেষ্টা করেছিলাম। মূল বিষয় হলো- আসলেই তিনি (প্রেসিডেন্ট) ভালো করছেন।

Advertisement

মার্ক মিডোস বলেন, শুক্রবার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, আসলে বাস্তব পরিস্থিতি তারচেয়েও গুরুতর ছিল। ওইদিন তার জ্বর বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যেতে থাকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১ অক্টোবর মার্কিন এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে হোয়াইট হাউসে ট্রাম্পের ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন কর্মকর্তাও করোনা আক্রান্তের খবর আসে।

এসআইএস/এমএসএইচ

Advertisement