দেশজুড়ে

সিলেটে হিজবুত তাহরীর সদস্য ৫ দিনের রিমান্ডে

সিলেটে র‌্যাব-৯ এর হাতে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য তাসফিক আহমদকে (২৪) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. সাহেদুল করিম তাসফিকের রিমান্ড মঞ্জুর করেন। আটক তাসফিক গোলাপগঞ্জ থানার চন্দনপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় বন্দরবাজারে হিজবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় র‌্যাব তাকে আটক করেছিল।বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামছুদ্দিন মো. ইলিয়াছ তাসফিক আহমদকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তার বিরুদ্ধে নাশকতা ও দেশবিরোধী প্রচারণার অভিযোগ এনে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে আদালত রিমান্ড শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরপরই তাকে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ইলিয়াছ।জানা গেছে, নগরীতে ঝটিকা প্রচার অব্যাহত রেখেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজের পর হিযবুত তাহরীর ৭/৮ জন সদস্য মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিতরণ করতে থাকেন। পরে দ্রুত পালিয়ে যেতে থাকলে সরকারদলীয় কয়েকজন তাদের ধাওয়া করে তাসফিক নামের একজনকে ধরে র‌্যাবের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় র‌্যাব-৯ এর এসআই মোশারফ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ছামির মাহমুদ/এমজেড/পিআর

Advertisement