দেশজুড়ে

ক্ষেতমজুর সমিতির নবম জাতীয় সম্মেলন শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দুদিনব্যাপী নবম জাতীয় সম্মেলন বৃহস্পতিবার ময়মনসিংহে শুরু হচ্ছে। বেলা ২টায় ময়মনসিংহ টাউন হল ময়দানে সম্মেলনের উদ্বোধন হবে। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্ষেতমজুর সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন। ভারতের অলইন্ডিয়া অ্যাগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি কমরেড থিরুনাভু কাসারু ও যুগ্ম সম্পাদক কমরেড সুনীত চোপড়া, নেপালের অল নেপাল পিসেন্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক কমরেড বলরাম বনস্কোট ও কেন্দ্রীয় নেতা সুশীল শ্রেষ্ঠা, শ্রীলংকার কমরেড জয়ালাথ বানদারা ও কমরেড মুথুকুডা শ্রী ওয়ানসা বানদারা অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন এবং সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখবেন।এছাড়াও প্রগতিশীল বিভিন্ন গণসংগঠনের নেতারা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখবেন। উদ্বোধনী সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালী ময়মনসিংহের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। সন্ধ্যায় টাউল হল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ ৬ নভেম্বর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে এবং সবশেষে সংগঠনের নতুন কমিটি নির্বাচন করা হবে। একে/পিআর

Advertisement