আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘যারা দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের আন্তর্জাতিক মুরব্বি আছে। ওই মুরব্বিদের ইশারাতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর জেলহত্যাকাণ্ড ঘটানো হয়।’ জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অডিটোরিয়ামে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ ওই আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।মতিয়া চৌধুরী বলেন, দেশে অপশক্তি মাথা চাড়া দিয়েছে। এই অপশক্তি বাইরের শক্তির উপর ভর করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে।সবাইকে সতর্ক থাকতে বলে তিনি আরো বলেন, ১৯৭১ সালে আমেরিকার ভূমিকা সবারই জানা। এখনও তারা সক্রিয়। বানরের লেজে আগুন দিয়ে তারা আমাদের দেশে এসে ‘চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে বলছে ঘর সামলাও।’ তারা (আমেরিকা) মুক্তিযুদ্ধের বিরোধীতা করে যেমন ব্যর্থ হয়েছে এখনও তাই হবে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা জনগণের সমর্থন নিয়েই সকল ষড়যন্ত্র মোকাবেলা করব।’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল হাসান খান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. ইকবাল আর্সনাল প্রমুখ। এএসএস/একে/পিআর
Advertisement