দেশজুড়ে

বেনাপোলে হ্যান্ডকাপসহ অস্ত্র মামলার আসামির পলায়ন

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পিকআপভ্যান থেকে অস্ত্র ও গুলিসহ আটক এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন। ওই আসামিকে আদালতে নেয়ার সময় এক সড়ক দুর্ঘটনায় পুলিশের পিকআপ উল্টে গেলে আসামি পালিয়ে যান। এ দুর্ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই), দুই কনস্টেবল ও পিকআপ চালক আহত হয়েছেন।বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটলেও পুলিশ বিষয়টি গোপন রাখেন। সন্ধ্যার পর বিষয়টি প্রকাশ হয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা থানায় ভিড় জমান বিষয়টি জানার জন্য।জানা গেছে, মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানার বন্দর এলাকা থেকে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে ঘোরাঘুরির সময় একটি নাইন এমএম বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ ইলিয়াজ মোল্লা (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক ইলিয়াজ মোল্লা রাজবাড়ি জেলার সদর উপজেলার কারচন্দ্রপুর গ্রামের সুরুজ মোল্লার ছেলে। বুধবার দুপুরে পোর্ট থানার পিকআপে করে তাকে যশোর আদালতে নিয়ে যাচ্ছিল থানার এসআই ফিরোজ উদ্দিন, ২ সিপাই ও পিকআপ চালক হামজা। বেনাপোল পোর্ট থানা থেকে দুই কিলোমিটার দূরে কাগজপুকুর নামক স্থানে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এসময় আসামি ইলিয়াজ কৌশলে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যান। এতে আহত হন এসআই ফিরোজ, কনস্টেবল ডালিম, মিজান ও পিকআপ ভ্যানচালক হামজা। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, বিষয়টি তাৎক্ষণিক যশোর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনার পর থেকে আসামিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে যশোর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মো. জামাল হোসেন/এমজেড/পিআর

Advertisement