দেশজুড়ে

কক্সবাজারে সওজের জমির অবৈধ দখল উচ্ছেদ শুরু

তালিকা তৈরির তিন বছর পর কক্সবাজার শহরে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। কক্সবাজার হলিডে মোড় থেকে লিংক রোড পর্যন্ত ১২৯ জন দখলদারের তালিকা তিন বছর আগে তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ। ওই তালিকা ধরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ২০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শহরের লাবণী পয়েন্ট, পানি উন্নয়ন বোর্ডের পাশে ও কলাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এসব উচ্ছেদ করা হয়েছে। ইউএনও শহিদুল ইসলাম বলেন, সড়ক বিভাগের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে বুধবার প্রায় ২০টির অধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, সড়ক বিভাগের জমিতে প্রায় ১২৯ জন দখলদারের নাম রয়েছে। ওই তালিকা ধরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তালিকা অনুযায়ী উচ্ছেদ করতে আরও এক সপ্তাহ সময় লাগবে। কোনো দখলদারকে সহানুভূতি দেখানো হবে না। সব অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/এমজেড/পিআর

Advertisement