পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টায় শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল করবে গণজাগরণ মঞ্চ।জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদ রশিদ টুটুল, কবি তারেক রহিম এবং লেখক রণদীপম বসুর উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার সারাদেশে অর্ধবেলা হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ ও সমমনা প্রগতিশীল সংগঠনসমূহ। হরতাল শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন।ইমরান এইচ সরকার বলেন, ‘একের পর এক লেখক-প্রকাশক, রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় নেতারা খুন হচ্ছে উগ্র মতাদর্শের জঙ্গিদের হাতে। সারা দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।তিনি বলেন, প্রতীকী এই কফিন মিছিলের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, খুন হওয়া প্রতিটি মানুষের মৃত্যুর দায় তদেরকেই নিতে হবে। কেননা রাষ্ট্রের প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেয়ার যে দায়িত্ব সরকারের উপর জনগণ দিয়েছে, তারা সে দায়িত্ব পালন করছে না।খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে ইমরান বলেন, দেশে যারাই জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে কথা বলে, কাজ করে, যারা দেশকে নিয়ে চিন্তা করে সেই মানুষদের আমরা একে একে হারাচ্ছি। একের পর এক লেখক-বুদ্ধিজীবীদের উপর হামলা দেশের মস্তিষ্কের উপর আঘাত। দেশকে চিন্তাশূন্য, মস্তিষ্কশূন্য করে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সারা দেশের মানুষকে এই অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।বৃহস্পতিবার সকাল ১১টায় কফিন মিছিলের পরবর্তী কর্মসূচি হিসেবে ৬ নভেম্বর শাহবাগে ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।এএম/একে/পিআর
Advertisement