জাতীয়

টুকুর অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামছুল হক টুকুর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন এ সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে। একই সঙ্গে দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামছুল হক টুকুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, অ্যাডভোকেট সামছুল হক টুকু ক্ষমতায় থাকা অবস্থায় নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার উপার্জিত বড় অংশের টাকা বিদেশে অবৈধভাবে পাচার করেছেন বলে দুদকে আসা অভিযোগে বলা হয়। এই অভিযোগটি দীর্ঘ দিন যাচাই-বাছাই শেষে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।অনুসন্ধানের জন্য উপ-পরিচালক মো. নাসির উদ্দিনকে অনুসন্ধানি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগরিই প্রাথমিক অনুসন্ধান শেষে তার সম্পদ বিবরণী এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

Advertisement