প্রবাস

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা স্থগিত

 

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচার থেকে দূরে থাকতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাই সাময়িকভাবে নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন তিনি।

Advertisement

ইতোমধ্যে ২ অক্টোবর ফ্লোরিডার নির্বাচনী প্রচারণাসহ বেশ কয়েকটি কার্যক্রম স্থগিত করতে হয়েছে তাকে।

আগামী ১৫ অক্টোবর ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে টেলিভিশনে নির্বাচনী বিতর্ক রয়েছে। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেই বিতর্কও বাতিল বা মুলতবি হতে পারে। ২২ অক্টোবর তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিট আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় মেলানিয়া ট্রাম্প বলেন, করোনার রিপোর্ট পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। আমরা এখনও ভালো বোধ করছি। তবে আগামী কয়েক দিন আমাদের যেসব কাজ করার কথা ছিল, সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করব।

হোয়াইট হাউজের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি এখন ভালো আছেন। তারা হোয়াইট হাউসে নিজের বাসগৃহে কোয়ারেন্টাইনে আছেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে ২ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইটবার্তায় ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এফআর/এমএস

Advertisement