পরিবেশ ও জলাশয় দূষণের অভিযোগে গাজীপুরের তিনটি ডাইং কারখানাকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার প্রতিষ্ঠানসমূহের মালিকদের তলব করে শুনানি শেষে পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান ওই জরিমানা করেন। পরিবেশ অধিদফতর সূত্র জানায়, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে জলাশয় ও পরিবেশের ক্ষতির জন্য টঙ্গীর পাগাড় এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলসকে ১৯ লাখ, টঙ্গী বিসিকের দিশারী ওয়াশিং প্লান্টকে চার লাখ, গাজীপুর মহানগরীর কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর
Advertisement