বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রার্থী ৪৭ জন। এর মধ্যে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদে ২১ এবং শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদে ১৯ জন। এর বাইরে ৭ জন স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছেন।
Advertisement
স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ানো ৭ জনের মধ্যে দুইজনই শীর্ষ পদে। কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে দাঁড়িয়েছেন সহসভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছর বাফুফেতে থাকা বাদল রায় এবং সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। কাজী মো. সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের বিরুদ্ধে সমন্বয় পরিষদ নামের একটি প্যানেল থাকলেও সেখানে সভাপতি প্রার্থী কাউকে রাখা হয়নি।
বাদল রায় প্রকাশ্যে ভোটের মাঠে নেই। তিনি মনোনয়নপত্র জমা দিয়ে বিলম্বে প্রত্যাহারের আবেদন করায় তা গ্রহণযোগ্য হয়নি নির্বাচন কমিশনের কাছে। যে কারণে ব্যালটে তার নাম থাকছে। তিনি নিজেকে ভোট দিতে বারণও করেননি। বরং শীর্ষ পদে পরিবর্তনের ডাক দিয়েছেন। তবে তিনি একজন বৈধ প্রার্থী হিসেবে থাকছেন সভাপতি পদে।
২০১৬ সালের নির্বাচনে কোনো প্যানেলে ছিলেন না তাবিথ আউয়াল। স্বতন্ত্রভাবে নির্বাচন করেই বিজয়ী হয়েছিলেন সহসভাপতি পদে। এবারও তিনি একই পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। ৪ সহসভাপতি প্রার্থীর বিপরীতে লড়ছেন দ্বিগুন প্রার্থী। এর মধ্যে ৪ জন সম্মিলিত পরিষদের, ৩ জন সমন্বয় পরিষদের এবং তাবিথ স্বতন্ত্রভাবে।
Advertisement
১৫টি সদস্য পদের বিপরীতে নির্বাচন করছেন ৩৪ জন। সম্মিলিত পরিষদ ও সমন্বয় পরিষদের ১৫ জন করেই লড়ছেন। বাকি ৪ জন নির্বাচন করছেন স্বতন্ত্রভাবে। তারা হলেন- হাজী মো. রফিক, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন, রায়হান কবির নোমান ও সাইফুর রহমান মনি।
আরআই/আইএইচএস/এমএস