ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিবন্ধী শিশুর হার কমে আসছে। তিনি অটিস্টিক শিশুদের নিয়ে প্রথম কাজ শুরু করেন। তাদের অধিকার প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধির জন্য কাজ করার কারণে তিনি আন্তর্জাতিকভাবে পুরস্কারও পেয়েছেন।
Advertisement
শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ও লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দেশ পরিচালনার কারণে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। দেশে দরিদ্রতার হার অনেক কমে এসেছে।
লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান সিফাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ফ্রি আইসিটি ট্রেনিং কোর্সের উদ্যোক্তা ইশরাক চৌধুরী নাওয়াল, লালমোহন থানা পুলিশের অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ প্রমুখ।
Advertisement
জুয়েল সাহা বিকাশ/এমএএস/জেআইএম