যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী আব্দুর রহমানকে আহত করার ঘটনায় জড়িত পলাতক তিন আসামিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সমাবেশ করা হয়। বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর মসজিদ মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে সাহাপুর ইউনিয়ন কৃষকলীগের ২নং ওয়ার্ড কমিটির সভাপতি মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রেজা সরদার প্রমুখ বক্তব্য রাখেন। তারা এই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দল থেকে বহিষ্কারের দাবি জানান। উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যায় সাহাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে যুদ্ধাপরাধী মওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী আব্দুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জাগো নিউজকে জানান, এ ব্যাপারে চারজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করলে আব্দুর রহিম সেন্টুকে গ্রেফতার করা হয় পরদিন। অপর তিনজন আওয়ামী লীগ নেতা সাদেক আলী বিশ্বাস, বিশু ও হিরো পলাতক রয়েছেন। এদিকে সাদেক আলী বিশ্বাস জাগো নিউজকে জানান, এ ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং ষড়যন্ত্রমূলক। যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর অজুহাতে থানাকে প্রভাবিত করে এই মামলা রুজু করা হয়েছে। আলাউদ্দিন আহমেদ/এমজেড/পিআর
Advertisement